কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে এক সিএনজি অটোরিকশা চালককে র্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় দুইজনকে আটক করেছে র্যাব।
এ সময় অপহৃত সিএনজি চালক ফয়েজি আলম শাহিনকে (২৯) উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
সিএনজি চালক ফয়েজি আলম শাহিন (২৯) টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার মোহাম্মদ আলমের ছেলে।
আটক অপহরণ চক্রের সদস্যরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার আবুল বশরের ছেলে রবিউল আলম লাভলু (২৫) ও উলচামারি এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে মোরশেদ আলম (২৮)।
আবু সালাম চৌধুরী জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে র্যাব ১৫ এর টেকনাফ ক্যাম্পে সিএনজি চালক ফয়েজি আলম শাহিনের বোন কলিমা আক্তার অভিযোগ করেন তার ভাই
সিএনজি নিয়ে টেকনাফ থেকে হ্নীলা যাওয়ার সময় র্যাব পরিচয় অপহরণ করা হয়।
এরপর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। অভিযোগের পর র্যাব অভিযান শুরু করে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে হ্নীলার দরগাহ স্টেশন বাজার থেকে অপহৃতকে উদ্ধার করে। এ সময় আটক করা হয় র্যাব পরিচয় দেওয়া অপহরণকারী চক্রের
২ সদস্যকে।
আটকদের টেকনাফ থানায় সোপর্দ করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এসবি/এসআইএস