ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

স্পুতনিকের ৬৫তম বার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
স্পুতনিকের ৬৫তম বার্ষিকী উদযাপন

ঢাকা: পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুতনিক-১’ উৎক্ষেপণের ৬৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করেছে ঢাকাস্থ রাশিয়ান হাউস।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়- সপ্তাহব্যাপী এ আয়োজনে ‘রাশিয়ায় মহাকাশ কার্যক্রমের ইতিহাস’ শিরোনামের একটি আলোকচিত্র প্রদর্শনী সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে।

আলোকচিত্র প্রদর্শনীর সঙ্গে ছিল কুইজ প্রতিযোগিতা। এছাড়া সমাপনী দিনে একটি বিজ্ঞানভিত্তিক ও ব্যবহারিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভ। এ সময় তিনি মহাকাশ বিজ্ঞান ও জ্যোর্তিবিজ্ঞান অধ্যয়নের জন্য এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব উল্লেখ করে বক্তব্য দেন।

আয়োজনে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতভ বলেন, এ ধরনের শিক্ষামূলক সেমিনার বাঙালি যুবকদের ভবিষ্যতের পেশা বেছে নিতে সাহায্য করবে। একইসঙ্গে রাশিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণেও প্রথম পদক্ষেপ হিসেবে শিক্ষার্থীদের সাহায্য করতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।