ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদায়ী ডিএমপি কমিশনারকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
বিদায়ী ডিএমপি কমিশনারকে সংবর্ধনা

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বিদায়ী ডিএমপি কমিশনার একজন পেশাদার পুলিশ কর্মকর্তা। তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চমৎকারভাবে বর্ণাঢ্য চাকরি জীবন সম্পন্ন করেছেন।

মোহা. শফিকুল ইসলাম বলেন, চাকরি জীবনে পেশাদারিত্ব বজায় রেখে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করেছি। চাকরিকালে তাকে সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা বাড়ানোর লক্ষ্যে কাজ করার জন্য সহকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গত বছরের ২৯ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল। সরকার তার চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করায় তিনি আগামী ২৯ অক্টোবর অবসরে যাবেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।