ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন।
পরিচয়পত্র পেশ করার পর ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি জাদুঘর ঘুরে দেখেন। একইসঙ্গে জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
টিআর/আরবি