সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে বেপরোয়া গতির ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মানিকপুর ইউনিয়নের কালিগঞ্জ কলাকুটা বাংলা বাড়ি এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, জকিগঞ্জ-সিলেট সড়কে বিপনরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দ্রুত গতির একটি ট্রাক দুই মোটরসাইকেল আরোহিকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাত ১২টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টায় রয়েছি।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এনইউ/এসএ