নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের কদমতলী এলাকায় শারমিন জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে শীতলক্ষ্যা কদমতলী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। রাত ৩ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ৮টি ইউনিট। আগুন এখন নিয়ন্ত্রণে আছে। গোডাউনের সকল জুট ও মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি ও সূত্রপাত পরে জানানো যাবে। হতাহতের কোনো খবর নেই।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এমআরপি/এসআইএস