গাজীপুর: জেলা গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের উদ্যোগে অবিলম্বে মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় সমাবেশটি হয়।
সমাবেশে বক্তব্য দেন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা শাহজালাল, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতির ডা. মনোয়ার, গার্মেন্ট শ্রমিক সংহতির টঙ্গি পশ্চিম থানার আহ্বায়ক হযরত বিল্লাল, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের গাজীপুর জেলার সংগঠক মো. গাজী। সমাবেশে সভাপতিত্ব করেন টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলার সভাপতি হরুন সরকার।
‘শ্রমিক বাঁচলে শিল্পও বাঁচবে’ উল্লেখ করে সমাবেশে প্রস্তাবিত দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দরা। পাশাপাশি এও জানান, অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে ২৫ হাজার টাকা মজুরির দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াই জারি থাকবে।
নেতৃবৃন্দরা সমাবেশ শেষ করে মিছিল বের করেন। সেটি গাজীপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে মসজিদ মার্কেটে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এমজে