ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে একই লাইনে দুটি ট্রেন প্রবেশের ঘটনা তদন্তে গঠিত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় রেলওয়ের ঢাকা বিভাগের করা তদন্ত কমিটি আখাউড়া রেল স্টেশনে এসে পৌঁছায়।
কমিটির নেতৃত্বে আছেন রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক। বাকি দুই সদস্য হলেন- রেলওয়ের সহকারী প্রকৌশলী কাজী ইমাম ও সহকারী যান্ত্রিক প্রকৌশলী ইজহারুল ইসলাম। আগামী তিন কর্মদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেবে এ কমিটি।
রেলের তদন্ত কমিটির প্রধান সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক বলেন, তদন্ত সংশ্লিষ্ট সবাইকে ডেকে তাদের জবানবন্দি নেওয়া হচ্ছে। আমরা সবকিছু খতিয়ে দেখছি। সিগনালে কোনো সমস্যা ছিল, নাকি ট্রেন চালক সিগনাল অমান্য করে লাইনে ঢুকেছিলেন-সেগুলো দেখছি। সবকিছু পর্যালোচনা করেই আমরা তদন্ত প্রতিবেদন জমা দেব।
এর আগে গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় আখাউড়া রেল স্টেশনের এক নম্বর লাইনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ানো ছিল। একই সময় একই লাইনে পেছন দিক দিকে চট্টগ্রামগামী একটি কনটেইনার ট্রেন প্রবেশ করে। তবে আগে থেকে ট্রেন দাঁড়ানো দেখে কনটেইনার ট্রেনের চালক হার্ড ব্রেক চেপে ট্রেনটি থামিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ দেড় ঘণ্টা বন্ধ ছিল।
** আখাউড়ায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুটি ট্রেন
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
আরএ