বগুড়া: বগুড়া কাহালু উপজেলায় তাজুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কচুয়া গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল কয়েক বছর আগে তার শ্বশুরবাড়ি তালোড়া পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ি করেছেন। তিনি মাঝে মাঝে বানদীঘিতে যেতেন। শুক্রবার (২৮ অক্টোবর) তার তালোড়ায় আসার কথা ছিল। কিন্তু রাতে বাড়ি ফিরেননি। পরে স্থানীয়দের খবরে সকালে তালোড়ার আগের এলাকা কচুয়া গ্রামে তার ট্রেনে কাটা মরদেহ পাওয়া যায়। তার পা দুটি বিচ্ছিন্ন ও খুঁজে পাওয়া যায়নি ৷ রেল পুলিশের ধারণা, রাতে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে পড়ে নিহত হয়েছেন তিনি।
বগুড়া রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
কেইউএ/এএটি