পঞ্চগড়: পঞ্চগড়ে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় এক বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি কষ্টিপাথর সাদৃশ্য মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
উদ্ধারের পর শনিবার (২৯ অক্টোবর) সকালে পরীক্ষা-নিরিক্ষার জন্য নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নে নেওয়া হয়েছে মূর্তিটি।
এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) দিনগত গভির রাতে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের টোকাপাড়া সীমান্ত এলাকায় এক বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করেন টোকাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।
জানা যায়, সীমান্ত এলাকার ৫০০ গজ ভেতরে এক বাড়িতে পড়ে ছিল মূর্তিটি। একটি কষ্টিপাথর চোরাচালান করে বিক্রি করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে টোকাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন সীমান্ত এলাকায়। চোরাচালান রোধে অভিযানে সীমান্ত এলাকার এক বাড়ি থেকে কষ্টিপাথর সাদৃশ্য মূর্তিটি উদ্ধার করে ক্যাম্পে নেওয়া হয়। মূর্তির ওজন ৯৫ কেজি ৮০০ গ্রাম।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি (নীলফামারী- ৫৬) এর লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, আমরা এখনও নিশ্চিত না বস্তুটি কষ্টিপাথরের না অন্য কিছু। এটিকে জুয়েলারি অ্যাসোসিয়েশনকে দিয়ে দক্ষ কারিগর দ্বারা পরীক্ষা-নিরিক্ষা করা হবে। এরপর বিস্তারিত বলা সম্ভব হবে। তবে এটি পরীক্ষার পর মূল্যবান কোনো কিছু হয়ে থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দেশের কোনো জাদুঘরে রাখা হতে পারে। আর ধারণা করা হচ্ছে যদি এই বস্তুটি কষ্টিপাথর হয়ে থাকে তবে তার প্রতি কেজি ১ লাখ টাকা হবে।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এসআইএস