ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধ, ভাইকে পিটিয়ে হত্যা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
জমি নিয়ে বিরোধ, ভাইকে পিটিয়ে হত্যা! প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল জলিল (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে।

আব্দুল জলিল নলজানী মধ্যপাড়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, চাচাতো ভাইদের সঙ্গে আব্দুল জলিলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে জলিল বাড়ির পাশে একটি মসজিদে এশার নামাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এ সময় তার চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে চাচাতো ভাইয়েরা জলিলকে পিটিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৫৬, অক্টোবর ২৯, ২০২২ 
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।