ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শফিক রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
সাংবাদিক শফিক রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী  সাংবাদিক শফিক রহমান

সাংবাদিক শফিক রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৯ অক্টোবর)। শফিক রহমান ২০২১ সালের এই দিনে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ৪৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

 

এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সরমহল গ্রামে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া রাজধানী ঢাকায় সাংবাদিক শফিক রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে।

সাংবাদিকতা জীবনে শফিক রহমান বিচিত্রা, প্রোব, নিউইয়র্ক ভিত্তিক একাত্তর, অর্থনীতি প্রতিদিন, ডেইলি সান এবং সাউথ এশিয়ান মনিটরসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করেছেন।

যদিও শফিক রহমান পেশাদার ফটোগ্রাফার ছিলেন না। তবে তার তোলা ছবি নিয়ে যন্ত্রযানের যাপিত জীবন এবং দুঃখের দিগন্ত শিরোনামে আয়োজিত দুটি একক প্রদর্শনী সমালোচক ও দর্শকদের প্রশংসা অর্জন করে।

শফিক রহমান সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ