লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি বই কেনা-বেচার সময় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় একটি পিকআপভ্যানসহ ২০২১-২২ সালের প্রায় ১০ হাজার বই জব্দ করা হয়।
আটকরা হলেন- পিকআপভ্যান চালক বিশাল ও ক্রেতা মোশারফ হোসেন।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার হাজিরপাড়া আল আরাফাহ দারুল উলুম দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মাদরাসা সুপার নুরুল আমিন পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, হাজিরপাড়া আল আরাফাহ দারুল উলুম দাখিল মাদরাসার সুপার নুরুল আমিন প্রতি বছর চাহিদার চেয়ে বেশি বই সংগ্রহ করেন। পরে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এসব বই বিক্রি করে দেন তিনি। এর আগেও কয়েকবার তিনি বিপুল পরিমাণ বই বিক্রি করেছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, সরকারি বই কেনা-বেচার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
আরএ