রাজশাহী: রাজশাহীর পবা মদনহাটিতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৯ অক্টোবর) সাড়ে রাত ৮টার দিকে পবা উপজেলার মদনহাটি এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানতে চাইলে রাজশাহীর পবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. মোবারক পারভেজ জানান, রাতে একটি ড্রামবোঝাই ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত দুইজনের আনুমানিক বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়ার কারণে তাদের মাথা থেঁতলে গেছে। এজন্য তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে চেষ্টা চলছে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। নিহতদের পরিচয় জানার পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান- পবা থানার এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এসএস/এএটি