ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছুরিকাঘাতে মামুন হাসান (২১) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় শাকিল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন হাসান হুরবাড়ি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
গ্রেফতারকৃত শাকিল মিয়া একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হানিফ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একই উপজেলার কালাদহ ইউনিয়নের আপন দুই বোনের মধ্যে বড় বোনের প্রেমিক মামুন হাসান আর ছোট বোনের প্রেমিক হচ্ছেন শাকিল মিয়া। বিভিন্ন বিষয় নিয়ে মামুন ও শাকিলের মধ্যে বিরোধ লেগেই থাকত। শনিবার রাতে হুরবাড়ি গ্রামে মামুন ও শাকিলের দেখা হয়। তাদের মধ্যে কথা কাটাকাটির হলে মামুন হাসানকে ছুরিকাঘাত করেন শাকিল। এসময় মামুনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে শাকিলকে আটক করেন। এর অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মারা যান মামুন হাসান।
এসআই মো. হানিফ মিয়া আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গ্রেফতাকৃত শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই হানিফ।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এসআই