ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রাণ গেল সালথার যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রাণ গেল সালথার যুবকের আজিজুর মোল্যা

ফরিদপুর: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার আজিজুর মোল্যা (২৫) নামে এক যুবক।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

 

নিহত আজিজুর সালথার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে মো. কালাম মোল্যার ছেলে।

এদিকে আজিজুর নিহত হওয়ার সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম চলছে।  

নিহতের পরিবার ও বাতাগ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াদ আলী জানান, জীবিকার সন্ধানে, সংসারে স্বচ্ছলতা ফেরাতে ধার-দেনা করে প্রায় এক বছর আগে কাজের সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আজিজুর। চার ভাইয়ের মধ্যে আজিজুর সবার ছোট। বড় ভাইয়েরা সবাই বিয়ে করে যার যার মতো আলাদা সংসার গড়েছেন। তবে বিদেশে থেকে আজিজুর তার বয়স্ক মা-বাবার সব খরচ পাঠাতেন।  

তিনি জানান, বৃদ্ধ মা-বাবা ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই বার বার মূর্ছা যাচ্ছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান মো. আফছার উদ্দীন বলেন, আজিজুরের মরদেহ দেশে আনার ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে সে দেশে আমাদের এলাকার লোকজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ