নড়াইল: বিয়ের বরযাত্রীর বাসে ওঠাকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানান, শুক্রবার (২৮ অক্টোবর) একটি বিয়েতে যাওয়া-আসার সময় বরযাত্রীবাহী গাড়িতে বসা নিয়ে বাগডাঙ্গা গ্রামের মিনা ও মোল্যা বংশের লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে রোববার সকালে বাগডাঙ্গা খেয়াঘাটে ওই গ্রামের মিনে বংশের লোকাজনের ওপর মোল্যা বংশোর লোকজন হামলা চালায়। এসময় মো. শিহাব মিনা (২৬), বাবলু মিনা (৩৮), মো. হোসেন মিনা (৪০), মোছা. ধলা বেগম (৫০), মোছা. চম্পা বেগম (৪০), মো. রাব্বি মোল্লাসহ (২৮) উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
আরএ