কক্সবাজার: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রুট আউট’ নামের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ অভিযানে রোববার (৩০ অক্টোবর) মধ্য রাত থেকে সোমবার (৩১ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযানে আরও ১৯ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
এপিবিএন- ৮ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, সর্বশেষ উখিয়ার ক্যাম্প-১৪ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার ১৯ জনের মধ্যে ১২ জন ডাকাতি মামলার অপর ৭ জন অন্যান্য মামলার আসামি। অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান ফারুক।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এসবি/এএটি