ঢাকা: রাজধানীর মাণ্ডা এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাতুল (১৯) নামে এক কলেজছাত্র আহত হয়েছেন।
সোমবার (৩১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
আহত রাতুল মুগদা মানিকদী এলাকায় অবস্থিত আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। বর্তমানে পরিবারের সঙ্গে খিলগাঁও ত্রিমোহনী এলাকায় থাকেন। তার বাবার নাম আতিকুর রহমান।
মুগদা থানা উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম খান এ তথ্য নিশ্চিত করে জানান, গত রোববার (৩০ অক্টোবর) ইটপাটকেল নিক্ষেপকে কেন্দ্র করে হীরা-সজীব গ্রুপের সঙ্গে রাতুলদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার মীমাংসার জন্য প্রতিপক্ষ হীরা-সজীব রাতুলকে সোমবার রাতে ডেকে নিয়ে যায় মাণ্ডার প্রথম গলি এলাকায়। সেখানেই তারা রাতুলের ওপর হামলা করে। এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
তিনি আরও জানান, হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন রাতুলের অবস্থা গুরুতর। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এজেডএস/আরবি