ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সালিশ বৈঠকে মারামারি, অস্ত্রের আঘাতে নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
সালিশ বৈঠকে মারামারি, অস্ত্রের আঘাতে নিহত এক

বরগুনা: বরগুনার বামনা উপজেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইউসুব চকিদার (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইউসুব চকিদার বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা কড়ইতলা এলাকার মৃত শেরআলী চকিদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা আশিক বলেন, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধ সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সোমবার বিকেলে সালিশ বৈঠকের আয়োজন করে দুই পরিবার। বৈঠকের একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইউসুফ চৌকিদার নামে একজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবরের সদস্যরা। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) বশিরুল আলম বাংলানিউজকে বলেন, জমি নিয়ে স্থানীয় সুলেমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ইউসুফ চৌকিদারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে এ হত্যার ঘটনা বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আমরা অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।