ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মালিবাগ ও মগবাজার ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামীর নাম হাবিবুর রহমান। জামালপুর সদর এলাকার তাদের বাড়ি।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ জানান, রেললাইনের পাশে একটি বস্তিতে পরিবারের সঙ্গে থাকতেন শামসুন্নাহার। সকালে ঘুম থেকে উঠে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।