যশোর: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ২০২২-২৩ অর্থ বছরে যশোর ও কুষ্টিয়া অঞ্চলের বাস্তবায়নাধীন প্রকল্পকর্মসূচির ওপর কর্মশালা এবং বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার যশোর এলজিইডি কার্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামান। বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এলজিইডি যশোর খুলনা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও কর্মকর্তারা অংশ নেন।
সভায় তাদের কাজের অগ্রগতি ও পরিকল্পনার কথা তুলে ধরেন। দিনব্যাপী এ পর্যালোচনা সভায় এলজিইডির যশোর কুষ্টিয়া বিভাগের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজের প্রকল্পভিত্তিক অগ্রগতি, স্কিম বাস্তবায়নে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান এবং যথাসময়ে প্রকল্পের কাজ বাস্তবায়নে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন। এছাড়া এলজিইডি প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন যশোরের কেশবপুর উপজেলার মাইকেল সড়ক, মণিরামপুর উপজেলার বাঁধঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদরের ভৈরব নদের ওপর ৭২ মিটার গাডার ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দান করেন।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
ইউজি/এসআইএস