ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দক্ষিণ সিটির ড্রেন তৈরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
দক্ষিণ সিটির ড্রেন তৈরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  (ডিএসসিসি) ড্রেন তৈরির জন্য মাটি কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার (১নভেম্বর) দুপুরে রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত সোহাগ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মৃত মোসলেহ উদ্দিনের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলবাগ এলাকায় থাকতেন।

নিহতের সহকর্মী মোহাম্মদ হোসেন জানান, তারা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে মেরাজনগর এলাকায় ড্রেন তৈরির জন্য মাটি কাটার কাজ করছিলেন। ঘটনার সময় সোহাগ মোটর ছাড়তে গেলে বিদুৎস্পৃষ্ট হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিস্ট থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।