সাভার (ঢাকা): সাভারের ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও তার পরিবারের সদস্যদের পিটুনিতে মৃত্যু হয়েছে ইউনুস আলী (৫৫) নামে এক ব্যক্তির।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নিউটন।
এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা বালিয়া ইউনিয়নের ভাবনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
ইউনুস ভাবনহাটি এলাকার মৃত শুকুর আলীর ছেলে। আর অভিযুক্ত কুসুম আলী (৭০) নিহতের বড় ভাই।
ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইমরান হোসেন বলেন, জমি নিয়ে ইউনুসের সঙ্গে বড় ভাই কুসুমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আজ সকাল সাড়ে ৮টার দিকে উভয় পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইউনুস আলী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নিউটন বলেন, শুনেছি লাঠির আঘাতে গুরুতর আহত হন ইউনুস। পরে হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আসামিদের আটকে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এসএফ/জেডএ