ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করল র‍্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করল র‍্যাব প্রতীকী ছবি

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকার অপহরণকৃত এক কিশোরীকে বুধবার রাজধানীর রামপুরা এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এক মাসের বেশি সময় আগে ওই কিশোরী অপহরণের শিকার হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

এ বিষয়ে আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা এলাকায় অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। অভিযানে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

কিশোরীকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, ওই কিশোরী চলতি বছরের ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় স্থানীয় একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে কে বা কারা তাকে অপহরণ করে। পরবর্তীতে ওই কিশোরী বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। এরপরও কিশোরীর কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবারের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ইতোমধ্যে উদ্ধার কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
এমএমআই/জেডএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।