ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার চারজন ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ডিএমপির এডিসি মাহমুদা আফরোজ লাকীকে ডিএমপির ক্রাইম বিভাগে (লিগ্যাল আ্যফেয়ার্স), এডিসি জ্যোতির্ময় সরকারকে ডিএমপির পরিবহন বিভাগে, এডিসি মো. ওবায়দুর রহমানকে ডিএমপির অপারেশন্স বিভাগে, এডিসি মো. রাকিব হাসানকে ডিএমপির অর্থ বিভাগে ও এসি মো. শফিউল আযম সরকারকে অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
পিএম/আরবি