ঢাকা: মিরপুরের জাহানারাবাদ এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত লেগুনা আরোহী শিশুর পরিচয় পাওয়া গেছে। তার নাম রায়হান, বাবার নাম মো. হায়দার মিয়া।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ছেলের মরদেহ দেখে পরিচয় নিশ্চিত করেন হায়দার মিয়া।
তিনি জানান, ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে মেঝ রায়হান। তাদের বাড়ি মাদারীপুরের রাজারচর এলাকায়। বর্তমানে মিরপুরের দিয়াবাড়ি ঘাট এলাকায় থাকেন এবং কাঁচামাল বিক্রি করে সংসার চালান। ছেলে রায়হান বেকার, ঘুরাঘুরি করতো। সকাল ৭টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। প্রায় সময় লেগুনায় করে এক স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ডে যেত। সকাল ১০টার দিকে তারা খবর পান, দুর্ঘটনায় আহত হয়েছে রায়হান। এরপর কয়েক হাসপাতাল ঘুরে শেষে ঢামেকে তার মরদেহ সনাক্ত করেন।
>>> আরও পড়ুন: ‘ছাত্রলীগের’ ধাওয়ায় পালাতে গিয়ে গাড়ির ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু’
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
এজেডএস/এমএমজেড