ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
হাতিয়ায় সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আবুল হাসেম মাঝি (৫০) নামে এক প্রতিবেশী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।   

নিহত আবুল হাসেম মাঝি উপজলার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোতালেব বেপারী বাড়ির মো. হোসেনের (৩০) সঙ্গে একই বাড়ির মো. ফয়েজ উদ্দিনের (৩৩) জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার বিকেলে তাদের বাড়িতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়েজ সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় রহমত বাজারে চলে আসেন। তখন একই বাড়ির মো. হোসেন ও তার ভাই সাগর বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ফয়েজের ওপর হামলা চালান। ওই সময় দুই পক্ষ সংঘর্ষ লিপ্ত হয়। দুই পক্ষের সংঘর্ষ থামাত গেলে মাথার পেছনে আঘাত পেয়ে গুরুতর আহত হন প্রতিবেশী আবুল হাসেম মাঝি।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় প্রতিপক্ষের হামলায় ফয়জ উদ্দিন গুরুতর আহত হন। আহত ফয়জ উদ্দিন হাতিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার করতে মাঠে রয়েছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।