ঢাকা: রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে চার চাঁদাবাজ ও তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটক চাঁদাবাজরা হলেন- মো. খোকন (৩৪), মো. আলমগীর (৩৫), পরান দেওয়ান (৩৩) ও মো. সারোয়ার হোসেন লিংকন (৩৩)।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর কদমতলী থানার নতুন আলীবহর এলাকা ও যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন পরিবহনে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় চার চাঁদাবাজকে আটক করা হয়।
এছাড়া একইদিনে রাজধানীর শাহবাগ থানার ওসমানী উদ্যান এলাকা ও কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা বেশ কিছুদিন ধরেই কদমতলী, যাত্রাবাড়ী, শাহবাগ ও কামরাঙ্গীরচরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও লরিসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করতো এবং পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
আটকদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এসজেএ/আরবি