সাতক্ষীরা: সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় হেরমত আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের অন্নেরমোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেরমত আলী সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বাইসাইকেলে চড়ে লাবসায় যাচ্ছিলেন বৃদ্ধ হেরমত আলী। এসময় তিনি যশোর-সাতক্ষীরা সড়কের অন্নেরমোড়ে পৌঁছালে সামনের দিক থেকে একটি মোটরসাইকেল তার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
এ ঘটনায় ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
আরএ