ঢাকা: রাজধানীর মগবাজার রেললাইনে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী (৫৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (৪ নভেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি নওগাঁ পসরা উপজেলা এলাকায়।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ।
তিনি জানান,শুক্রবার দিনগত রাতে মগবাজার বাজার রেলগেট এলাকা থেকে আইয়ুব আলীর খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, নিহত ওই ব্যক্তি রাত্রিকালীন ডিউটিতে তার কর্মস্থলে যাওয়ার সময় মগবাজার বাজার রেলগেট অতিক্রম করছিলেন। ওই সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৯ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এজেডএস/ইআর