ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ১১১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (৫ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৮ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৭ গ্রাম ৪৮৭ পুরিয়া হেরোইন, ৭৭ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ৩০০টি নেশা জাতীয় ইনজেকশন, ১০৫ বোতল ফেনসিডিল, ৩ বোতল ও ৩ লিটার দেশি মদ এবং ২ ক্যান বিয়ার জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এমএমআই/জেডএ