ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অথনৈতিক গতিশীলতা আনতে সমবায়ের বিকল্প নেই: এমপি দীপংকর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
অথনৈতিক গতিশীলতা আনতে সমবায়ের বিকল্প নেই: এমপি দীপংকর

রাঙামাটি: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক গতিশীলতা আনতে সমবায়ের কোনো বিকল্প নেই।  

শনিবার (০৫ নভেম্বর) সকালে জেলা পরিষদের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন-একার পক্ষে যা কিছু করা সম্ভব নয় তা সমবায়ের মাধ্যমে করা সম্ভব। এজন্য দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার সমবায়কে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল আলম, রাঙামাটি জেলা সমবায় কর্মকর্তা মৌসুমি ভট্টাচার্য ও জেলা পরিষদ সদস্য ও সমবায় আহ্বায়ক ইলিপন চাকমা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ৭টি সফল সমবায় সমিতির মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষে শহরে শোভাযাত্রা বেরা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।