ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়  এক যুবক (৩০) মারা গেছে। তার নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

রোববার (৬ নভেম্বর) ভোরের দিকে হাজারীবাগ বেড়িবাধঁ এলাকায় মেন্দী ডেন্টাল কলেজ সড়কে কোনো যানবাহনে চাপায় ওই যুবকের মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই)  নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করে জানান, হাজারীবাগ বেড়িবাঁধের সিকদার হাসপাতালের পাশে মেন্দি ডেন্টাল কলেজ রোডে কোনো যানবাহনের চাপায় পিষ্ট হয়ে ওই অজ্ঞাত যুবক মারা গেছেন। তার পরনে ছিল কালো রঙের ফুল হাতা শার্ট ও প্যান্টের উপরে একটি সোয়েটার।
ঘাতক যানটি সনাক্তসহ বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।