নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে হৃদয় (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে আড়িয়াব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় উপজেলার শিমুলিয়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের আহমেদ বাংলানিউজকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের আড়িয়াব এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে হৃদয় নামে পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এমআরপি/আরআইএস