ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ৫টি স্বর্ণের বারসহ সুমন হোসেন (২৩) নামে এক চোরাকারবারীকে আটক করেছে মহেশপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৮)।
রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, ওই উপজেলার শ্যামকুড় বিওপির গুড়দাহ বাজার থেকে তাকে আটক করা হয়। সুমন জেলার মহেশপুর উপজেলার জিন্নাহ নগর কাজীরবেড় উত্তর পাড়ার হামিদুল মণ্ডলের ছেলে।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর থানার গুড়দাহ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫টি স্বর্ণের বারসহ সুমন মণ্ডলকে আটক করা হয়। আটক সুমনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
আরএ