ঢাকা, বুধবার, ১৭ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭ ডিসেম্বর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
৭ ডিসেম্বর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

কক্সবাজার: দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির এ সফরকে ঘিরে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

ওইদিন প্রধানমন্ত্রী শহরের সমুদ্রপাড়ের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এদিকে এ জনসভায় প্রায় পাঁচ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা।

ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে দুই দফা বৈঠক করেছে। জেলার নয় উপজেলায়ও নানা প্রস্তুতি শুরু করেছে দলটি। বৃহস্পতিবার (১০ নভেম্বর) শহরের পাবলিক হলে জেলার তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে এক সভার আয়োজন করা হয়েছে। সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ ছয়জন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে তৃণমূলের নেতাকর্মীদের এ প্রতিনিধি সভা ডাকা হয়েছে। এটি মূলত জনসভার প্রাক প্রস্তুতি সভা।

সাম্প্রতিক স্থানীয় সরকারের জেলা পরিষদ, ইউপি ও পৌরসভা নির্বাচন এবং দলের জেলা ও উপজেলার কাউন্সিল নিয়ে কক্সবাজার আওয়ামী লীগে দ্বন্দ্ব-সংঘাত ও অস্থিরতা চলছে। এরমধ্যে দলীয় সভাপতির কক্সবাজার আগমনে নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব দেখা দিয়েছে।

এর আগে গত ২৪ অক্টোবর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী ও মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এর দুদিন পর আগামী ৫ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। চলতি মাসের মধ্যে অসমাপ্ত চার উপজেলার সম্মেলনের সময় বেঁধে দেওয়া হয়।  

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় প্রায় পাঁচ লাখ মানুষের সমাগমের লক্ষ্যে কাজ করছে নেতাকর্মীরা। প্রায় সাড়ে পাঁচ বছর পর দলের সভাপতি কক্সবাজার আসছেন। এতে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা শেষে ডিসেম্বরের ১০ থেকে ১৭ তারিখের যেকোনো দিনে সম্মেলন অনুষ্ঠিত হবে। এরমধ্যে উপজেলার সম্মেলন শেষ করা হবে বলে জানান তিনি।

এছাড়া গত রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী জনসভায় যোগদানের আগে উখিয়ার ইনানী সৈকতে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ অনুষ্ঠানে অংশ নেবেন।  

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর ইনানী সৈকতে বাংলাদেশ নৌবাহিনীর একটি অনুষ্ঠানে ৫৬টি দেশের নৌপ্রধান আসছেন। এজন্য সেখানে একটি জেটিও নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে এ জেটিতে জাহাজ ভেড়ানোর সুবিধার্থে সাগরের বহির্নোঙরে নাব্যতা সৃষ্টির কাজ চলছে। এ জেটি ব্যবহার করেই নৌপ্রধানরা অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে ২০১৭ সালের ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ কক্সবাজার যান।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।