ঢাকা, রবিবার, ৭ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
নরসিংদীতে সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ 

নরসিংদী: নরসিংদীতে সেপটিক ট্যাংক থেকে আশরাফুল ইসলাম (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়ার সোনাতলা এলাকার নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল ইসলাম শিবপুর উপজেলার কারারচর এলাকার আলকাজ ইসলামের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আশরাফের বাবা আলকাজ দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কারারচর এলাকায় থাকেন। আশরাফ তার মা আম্বিয়া বেগমের সঙ্গে ঘোড়াদিয়ার সোনাতলা এলাকায় থাকত। মা আম্বিয়া ভিক্ষা করে সংসার চালান। আজকে আম্বিয়ার শরীর ভালো না থাকায় তিনি ভিক্ষা করতে যাননি। সকাল ১০টায় ছেলেকে রুটি খাওয়ানোর পরে সে বাইরে খেলতে যায়। পরে দুপুরে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে একটি বাচ্চা পরে থাকার খবর পেয়ে গিয়ে দেখেন তার ছেলে আশরাফ ভেতরে ভেসে রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, সেপটিক ট্যাংকটি ১০ থেকে ১২ ফুট গভীর ছিল। এর ভেতরের জমা পানিতে শিশুটি ভেসেছিল। আমরা ২০ মিনিটের চেষ্টায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।