ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় আ.লীগের মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
নওগাঁয় আ.লীগের মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, আটক ৮

নওগাঁ: নওগাঁর দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, আওয়ামী লীগের মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুই স্থানে ঘটনা দুটি ঘটে।

নওগাঁ সদর থানার ওসি ফয়সাল জানান, সন্ধ্যা ৭টার দিকে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সদরের এমপির বাসভবনের দিকে যাচ্ছিলেন। এ সময় কেডির মোড় এলাকায় কে বা কারা ককটেল ছুড়ে মারে। এতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

অন্যদিকে জেলার বদলগাছী উপজেলার তিন মাথা এলাকায় হয়ে ছাত্রলীগ ও যুবলীগের একটি মিছিল যাচ্ছিল। এ সময় বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হননি। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন আট ব্যক্তিকে আটক করে পুলিশ।  

ঘটনার সঙ্গে সঙ্গেই ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। গতকাল জেলার মহাদেবপুর উপজেলাতেও একইরকম ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ২১০৪, নভেম্বর ২২, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।