ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

কাদের মোল্লার ফাঁসি কার্যকরে নিউইয়র্ক আ’লীগের সন্তোষ

স্বীকৃতি বড়‍ুয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
কাদের মোল্লার ফাঁসি কার্যকরে নিউইয়র্ক আ’লীগের সন্তোষ কাদের মোল্লা

নিউইয়র্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ নেতারা জানান, পাকিস্তানের দোসর, কুখ্যাত রাজাকার, ধর্ম ব্যবসায়ী কাদের মোল্লার রায় কার্যকরের মাধ্যমে অবশেষে জনতার বিজয় হয়েছে।



নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিঞা, সহ-সভাপতি মনির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, কার্যকরি সদস্য এম এন আহমেদ জিন্নাত ও আবুল বাশার মিলনসহ অন্য নেতারা এসময় উপস্থিত ছিলেন।

রায় কার্যকরে নেতারা অভিনন্দন জানান মহাজোট সরকারকে। একই সঙ্গে দেশবাসী, বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ