ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

রাজনৈতিক সংস্কারে ম্যাককেইন-আকরামুলের বৈঠক

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
রাজনৈতিক সংস্কারে ম্যাককেইন-আকরামুলের বৈঠক

নিউইয়র্ক: বাংলাদেশের রাজনৈতিক সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে গৃহীত ৫ দফা প্রস্তাবনার বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের সিনেট ফরেন রিলেশন কমিটির অন্যতম সদস্য ও  রিপাবলিকান প্রভাবশালী নেতা জন ম্যাককেইনের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপিকে নির্বাচনে আনতে সরকারের সদিচ্ছা এবং প্রচেষ্টার কথা তুলে ধরেছেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

এসময় রাস্ট্রদূত জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টিও জন ম্যাককেইনের দৃষ্টিগোচরে আনেন।

দু’জনের বৈঠকে বাংলাদেশের বিচার ব্যবস্থা ও এর স্বাধীনতা’র বিষয়ে সিনেটর জন ম্যাককেইন রাষ্ট্রদূত আকরামুল কাদেরের কাছে জানতে চেয়েছেন। এছাড়া বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি ও শ্রমিকদের অধিকার নিয়েও কথা বলেন জন ম্যাককেইন।

এসময় রাজনৈতিক কাউন্সিলর নাঈমউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন বলে দূতাবাস স‍ূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ