ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক লেকে বাংলাদেশি ছাত্রের লাশ

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক লেকে বাংলাদেশি ছাত্রের লাশ

নিউইয়র্ক: নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক লেক থেকে বাংলাদেশের মেধাবী ছাত্র অরণ্য হকের (২২) লাশ উদ্ধার করেছে নিউইয়র্ক পুলিশ। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।



বুধবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। এ মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ। লাশটি বর্তমানে তাদের হেফাজতেই রয়েছে। অনুসন্ধান শেষ না হওয়ায় কোনো তথ্য জানাতে রাজি হয়নি পুলিশ।

অরণ্যর খালু একসময়ের ঢাকার দৈনিক সংবাদের রিপোর্টার রওশন জামিল এ প্রতিবেদককে জানান, অরণ্যের এই অকাল মৃত্যুর খবর ঢাকায় তার বাবা-মাকে কিভাবে জানাবো তা এখনো ঠিক করতে পারিনি। এখনো তারা জানেন না তাদের অরণ্য আর নেই।

রওশন জামিল অরণ্যের মৃত্যুর খবরটি না ছাপানোর জন্যও অনুরোধ করেন।

কিন্তু নিয়তির আমোঘ সত্যকে কি আর চেপে রাখা যায়? এ সংবাদ তো নিউইয়র্কের সংবাদমাধ্যমে এরইমধ্যে ছাপা হয়ে গেছে।

অরণ্যের আত্মীয় সূত্রে জানা গেছে, ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে পড়ছিল অরণ্য। প্রতিবারের মত এবারেও ছুটি কাটাতে নিউইয়র্কে খালার বাড়িতে আসে সে। এ সময়ই ঘটলো এ ঘটনা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ