ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমারকে যুক্তরাষ্ট্রের আহ্বান

শিহাবউদ্দীন কিসলু ,স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমারকে যুক্তরাষ্ট্রের আহ্বান ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: বাংলাদেশ- সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় নারী-শিশু হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সহিংসতার অবসানে রোহিঙ্গা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার আহ্বান জানায় দেশটি।


এছাড়া সহিংসতার কারণে ঘরছাড়াদের ফেরত আনা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানানো হয়।

শুক্রবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেন সাকি এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান।
যুক্তরাষ্ট্র বলেছে, সহিংসতা বন্ধে ধৈর্যের চর্চায় নিরাপত্তা বাহিনীর সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে।

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত ক্ষমতা ব্যবহারের কারণে কোথাও কোথাও এই সহিংসতা বৃদ্ধি পাচ্ছে বলেও মনে করে যুক্তরাষ্ট্র।

জেন সাকি বলেন, বিষয়গুলো আগেই মিয়ানমার সরকারকে জানানো হয়েছে।  

যুক্তরাষ্ট্র সরকার ভবিষ্যতে মিয়ানমারকে কোনো ছাড় দেবে না উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র বলেন, অন্য যেকোনো দেশের ক্ষেত্রে যেমন, তেমনি মিয়ানমারের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ও তার সহযোগী বন্ধু রাষ্ট্রগুলোর (আন্তর্জাতিক মহল) পক্ষ থেকে এ বিষয়ে সরকারি ও বেসরকারিভাবে চাপ সৃষ্টি অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ