ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

ঈদ হলি ডে নিয়ে মুসলিম কম্যুনিটিতে সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
ঈদ হলি ডে নিয়ে মুসলিম কম্যুনিটিতে সভা

ঢাকা: মুসলমান সম্প্রদায়ের ঈদ হলি ডে উদযাপন বাস্তবায়ন নিয়ে নি‌উইয়র্কে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নিউইয়র্ক সিটির ফোর্ট হাউজে রাজ্যের মুসলিম কম্যুনিটি নেতারা ও ইলেকটেড অফিসিয়ালরা এ সভায় মিলিত হন।



সভায় বক্তারা মেয়র ক্লাসিও ঘোষিত ঈদের ছুটি বাস্তবায়নের লক্ষ্যে মেয়র ও সিটি কাউন্সিলরকে আহ্বান জানান।

বক্তারা বলেন, প্রায় ১ মিলিয়ন মুসলিম অধ্যুষিত এই নিউইয়র্ক সিটির জনগণ এবং ১৩ শতাংশ মুসলিম ‍শিক্ষার্থীর অধিকার সংরক্ষণের জন্য কাজ করে যাওয়ার জন্য নির্বাচিত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরো প্রেসিডেন্ট রুটিন ডিয়াজ জুনিয়র। কম্যুনিটি নেতাদের মধ্যে বক্তব্য দেন প্রবাসী আইনজীবী বাংলাদেশ আমেরিকান কম্যুনিটি কাউন্সিল প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, সাধারণ সম্পাদক আবদুস শহীদ, লিয়াকত হোসেন আফ্রিকান কম্যুনিটি লিডার চালর্স ব্রাউন প্রমুখ।

এর আগে পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সভা শেষে মুনাজাত করেন নর্থ ব্রুক জামে মসজিদের ইমাম মাওলানা মাসুদ ইকবাল।

বাংলাদেশ সময়: ০৯২৩ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ