ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

গ্লোবাল কর্পোরেট অ্যাওয়ার্ড পেলেন ড. সিজান মাহমুদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪
গ্লোবাল কর্পোরেট অ্যাওয়ার্ড পেলেন ড. সিজান মাহমুদ

ঢাকা: বাংলাদেশি লেখক ড. সিজান মাহমুদ নিউইয়র্কের বিশেষ মর্যাদা সম্পন্ন পুরস্কার ‘গ্লোবাল কর্পোরেট অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

‘গ্লোবাল কর্পোরেট অ্যাওয়ার্ড’-এর উপদেষ্টা পরিষদ ও জুরিবোর্ড তাকে এ বছরের অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন দেয়।



বিজ্ঞান ও একাডেমি ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

২৬ এপ্রিল সকাল ৯টায় ফ্লোরিডার টেম্পায় প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি ক্লাবে তাকে এই পদক দেওয়া হয়।

অ্যাওয়ার্ড পাওয়ার পর সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় ড. সিজান মাহমুদ বলেন, এই সম্মান বাংলাদেশের সাধারণ মানুষের। বাংলাদেশিরা যে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারেন, এ অ্যাওয়ার্ডপ্রাপ্তি তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ