ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

লস অ্যাঞ্জেলসে ফোবানা সম্মেলনের জোরালো প্রস্তুতি

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, মে ২০, ২০১৪
লস অ্যাঞ্জেলসে ফোবানা সম্মেলনের জোরালো প্রস্তুতি

নিউইয়র্ক: ফোবানা সম্মেলনের পুরোদমে প্রস্তুতি চলছে লস অ্যাঞ্জেলেসে। আগামী ৩০, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর তিনদিনব্যাপী (লেবার ডে উইকেন্ডে) ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে।

লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টের অদূরে মেরিয়ট বারব্যাংক এয়ারপোর্ট হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার নিউইয়র্কে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফোবানা লস অ্যাঞ্জেলেসের স্বাগতিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি ড. জায়নুল আবেদীন ফোবানা সম্মেলনের বিস্তারিত প্রস্তুতি তুলে ধরেন।

জায়নুল আবেদীন বলেন, এবারের আসন্ন সম্মেলনে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানমালা ছাড়াও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা এই প্রথম ফোবানাতে অংশ নেবে। তারা সেখানে একটি সেমিনার ছাড়াও বিভিন্নভাবে কমিউনিটির জন্য দিক নির্দেশনামূলক তথ্য সরবরাহ করবে।

ফোবানার চেয়ারম্যান মোশাররফ হোসেইন, ভাইস-চেয়ারম্যান ডিউক খান, ড. নুরুন্নবী, নির্বাহী সদস্য সচিব আজাদুল হক, যুগ্ম-সম্পাদক আব্দুস সাত্তার, আগামী বছর নিউইয়র্কে অনুষ্ঠেয় ফোবানার আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, মীর চৌধুরী, অ্যাটর্নি আলমগীর, মকবুল এম আলী, কুদরত ই খোদা, বাবুল হাই, মোহাম্মদ কবির, শামসুল ইসলাম মজনু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ড. জয়নাল আবেদীন সাংবাদিক সম্মেলনে ফোবানা সম্মেলনের প্রস্তুতির উপর একটি প্রামাণ্য চিত্রও প্রদর্শন করেন।

তিনি বলেন, এবারের ফোবানাতে বাংলাদেশ থেকে শিল্পী সাবিনা ইয়াসমীনসহ একঝাঁক শিল্পী অংশ নেবেন।

তিনি জানান, বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ড. আনিসুজ্জামানসহ অনেকেই অংশ নেবেন এ সম্মেলনে।

জায়নুল আবেদীন বলেন, ফোবান সম্মেলন নিয়ে কোনো বিভেদ বিভক্তি নেই। গোটা উত্তর আমেরিকার সমস্ত বাংলাদেশিকে যাতে একই ছাতার নিচে নিয়ে আসা যায় সেই লক্ষ্যেই কাজ করছে লস অ্যাঞ্জেলেস ফোবানা।

এ বছর আরেকটি ফোবানার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, কেউ কোনো অনুষ্ঠান করলে সেটা ফোবানা হয় না। তারপরও ফোবানা নাম নিয়ে যাতে কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য আমরা সংলাপ শুরু করেছি। যেহেতু বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে সেজন্য এর বাইরে বিস্তারিত কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আগামী বছরের স্বাগতিক ফোবানা সম্মেলনে আহ্বায়ক বেদারুল ইসলাম সবাইকে নিউইয়র্ক ফোবানাতে অংশ নিতে আহ্বান জানান।

এ সময় তিনি নিউইয়র্ক ফোবানা কমিটির অন্যতম কর্মকর্তা আব্দুল কাদির চৌধুরী শাহীন, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নুরুল আমীন, জাকারিয়া চৌধুরী ও শারমীন রেজা ইভাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ