ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

বিশ্ব শান্তিরক্ষায় অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশ

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ২৭, ২০১৪
বিশ্ব শান্তিরক্ষায় অ্যাওয়ার্ড পেলো বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

নিউইয়র্ক: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর হয়ে বিশ্বব্যাপী  শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। ‘থ্যাংঙ্কস এ পিস কিপার’ এর ব্যানারে এক কংগ্রেশনাল সম্বর্ধনায় ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন-ইউএনএ এবং বেটার ওয়ার্ল্ড ক্যাম্পেইন যৌথভাবে এই অ্যাওয়ার্ড দেয়।



বাংলাদেশের পক্ষে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর নাঈম উদ্দিন আহমেদ এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

আগামী ২৯ মে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস উপলক্ষ্যে এই অ্যাওয়ার্ড দেয়া হলো।  

বাংলাদেশ ছাড়া ভারত,  স্পেন, জার্মানি, ঘানা, মরেক্কো, ইথিওপিয়া এবং জর্ডানকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান স্যাম ফার, রোড আইল্যান্ডের কংগ্রেসম্যান ডেভিড সিসিলিন এবং যুক্তরাষ্টের পররাষ্ট্রমন্ত্রণালয়ের উপ-সহকারী মন্ত্রী মিস ভিক্টোরিয়া কে হল্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বর্তমানে লাইবেরিয়া, সাউথ সুদান, কঙ্গো, আইভরি কোস্ট ও লেবাননে বাংলাদেশের ৭হাজার ৯শ ৫০জন শান্তিরক্ষী’র সুনামের সাথে দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভুমিকার ক্ষেত্রে যুক্তরাষ্টের জনগণকে তথ্য সমৃদ্ধ করা , উদ্বুদ্ধ করা এবং সুসংগঠিত করতে কাজ করে ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন-ইউএনএ। বেসরকারিভাবে সংগঠনটি একক সর্ববৃহৎ সংগঠন হিসেবে জাতিসংঘের সহযোগিতায় কাজ করছে।

বাংলাদেশ সময় ১৬৪৮ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ