ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

‘আমেরিকা স্বপ্ন’ মৃত্যুর পথে

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুন ৮, ২০১৪
‘আমেরিকা স্বপ্ন’ মৃত্যুর পথে

নিউইয়র্ক: ‘স্বপ্ন-সুখের  আমেরিকা’। আমেরিকা নামের ‘সোনার হরিণ’ পাওয়ার স্বপ্নও স্বাভাবিক।

কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে জীবনের নিশ্চিত সচ্ছলতার সক্ষমতা অর্জন করাই আজকের ‘আমেরিকান স্বপ্ন। ’ কিন্তু সে স্বপ্নেও বাধ সেধেছে ভাগ্য। অর্ধেকেরও বেশি আমেরিকানের বিশ্বাস ‘আমেরিকান ড্রিম’এর  মৃত্যু হচ্ছে। নতুন জরিপে এতথ্য বেরিয়ে এসেছে। সিএনএন মানি’র হয়ে  এ জরিপ করেছে ওআরসি ইন্টারন্যশনাল।

জরিপ বলছে, শতকরা ৫৯ ভাগ আমেরিকান বিশ্বাস করছে, ‘আমেরিকা স্বপ্ন’ মৃত্যুর পথে। তাদের বিশ্বাস, অধিকাংশ আমেরিকানের ‘স্বপ্ন’ পূরণ হওয়া সম্ভব নয়, বা তাদের লক্ষ্যে পৌঁছানোও সম্ভব নয়।

২০০৬ সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দাপূর্ব সময়ে শতকরা ৫৪ ভাগ মনে করতো স্বপ্নের ইতি ঘটেছে। এখন এ সংখ্যা বেড়ে শতকরা ৫৯ ভাগে দাঁড়িয়েছে।

জরিপে অবশ্য ‘আমেরিকান স্বপ্ন’ কি ? তা সুনির্দিষ্ট করা হয়নি। কিন্তু ঐতিহাসিকভাবে অনেকে ব্যখ্যা দিয়েছেন, ‘কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের নিশ্চিত সচ্ছলতা অর্জন করা। ’

আমেরিকান স্বপ্নের প্রতি এমন আস্থা হারানোর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে-  মজুরিতে বন্ধ্যাত্ব, যা মধ্যবিত্তশ্রেণীকে  সংকুচিত করে দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কেবল বাড়িভাড়ার মর্টগেজ দিতেই   আমেরিকান জনগোষ্ঠির অর্ধেকেরও বেশি নাগরিককে খরচের হিসাবে কাঁচি চালাতে হয়েছে।  

এছাড়া পরবর্তী প্রজন্ম বা সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যাপারেও আমেরিকান নাগরিকরা ভীষণভাবে উদ্বিগ্ন।

সিএন এন মানি জরিপ বলেছে, আমেরিকানদের শতকরা ৬৩ ভাগ মনে করেন, তাদের সন্তানেরা বাবা-মায়ের চেয়ে অর্থাৎ তাদের (নিজেদের) থেকেও চরম দুরাবস্থার মধ্য দিয়ে বেড়ে উঠবে।

পিউ চ্যারিটিবল ট্রাস্টের ‘ইকোনমিক মবিলিটি’ প্রজেক্ট পরিচালক এরিন কুরিয়ার এব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্যে বলেছেন, “ অর্থনৈতিক বাস্তবতায় মুখোমুখি বহু পরিবারের ক্ষেত্রে অনিশ্চয়তা বা অবিশ্বাস দেখা যাচ্ছে। তারা কাজ করে যাচ্ছে কিন্তু তাদের উপার্জন ‘শক্ত আর্থিক নিরাপত্তা’র ভিত খুঁজে পাচ্ছে না।

বাংলাদেশ সময় ১৫৫০ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ