ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

নিশা দেশাই- তোফায়েল রুদ্ধদ্বার বৈঠক

শিহাবউদ্দীন কিসলু ,স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, জুন ১২, ২০১৪
নিশা দেশাই- তোফায়েল রুদ্ধদ্বার বৈঠক নিশা ভিশাল দেশাইয় ও তোফায়েল আহমেদ

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা ভিশাল দেশাইয়ের সঙ্গে বৈঠকে বসেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার (১১ জুন) স্থানীয় সময় বেলা ৩টায় রুদ্ধদ্বার এ বৈঠক শুরু হয়েছে।



সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার (জিএসপি) সুবিধাসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিও আলোচনায় উঠে আসতে পারে।

জুনের শুরুতেই জিএসপি পূনর্বহালের বিষয়ে পর্যালোচনার কথা জানানো হয়েছিল।

এর আগে বেলা সাড়ে ১২টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ ও প্রেসিডেন্ট  ওবামার প্রিন্সিপ্যাল এডভাইজার রাষ্ট্রদূত মাইকেল ফরম্যানের সঙ্গে রুদ্ধদ্বার এক বৈঠকে মিলিত হন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ