ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে ফোবানা সম্মেলন ২৯, ৩০ ও ৩১ আগস্ট

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
নিউইয়র্কে ফোবানা সম্মেলন ২৯, ৩০ ও ৩১ আগস্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উত্তর আমেরিক‍া আলোকিত হোক- আলোকিত হোক নতুন প্রজন্ম- আলোকিত হোক বাংলাদেশ এই স্লোগানে নিউইয়র্কে সম্মেলন করতে যাচ্ছে জিমটিম ফোবানা কনভেনশন কমিটি।

সম্মেলন আগামী ২৯, ৩০ ও ৩১ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।



রোববার বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ফোবানা বাংলাদেশ কনভেনশন নিউইয়র্কের আয়োজনে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।  

বক্তারা প্রেস কনফারেন্সে কয়েকটি দাবি উত্থাপন করেন। তা হলো- নিউইয়র্ক প্রবাসীদের ভোটার হতে দেওয়া, প্রবাসীদের জন্য সংসদে একটি সিট রাখা। যাতে করে প্রবাসীরা নির্বাচন করতে পারেন। এছাড়া ঢাকা-নিউইয়র্ক রুটে একটি ফ্লাইট চালু রাখারও দাবি জানান বক্তারা।

এতে বক্তব্য রাখেন- ফোবানা বাংলাদেশ কনভেনশনের প্রেসিডেন্ট আতিকুর আর জে ইউসূফ জাই। এছাড়া এতে বক্তব্য রাখেন- কনভেনার হাসানুজ্জামান হাসান, আওলাদ ‍ হোসেন খান, ডা. জসিম উদ্দিন আহমদ, মোস্তফা কামার মজুমদার প্রমুখ।   

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ